বোরহানউদ্দিনে সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৬ জনকে জরিমানা

বোরহানউদ্দিনে সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৬ জনকে জরিমানা

গোলাম মাহমুদ শাওন, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করায় ৪ গাড়ি চালক ও ২ জন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল থেকে বিকাল অবধি নৌবাহিনীর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করেন।
এ সময় তিনি জানান, করোনা পরিস্থিতি প্রতিরোধে ও সামাজিক নিরাপত্তা রক্ষায় সরকার যান-জন চলাচলে বিধি নিষেধ আরোপ করেন। মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিনের ন্যায় আজ নৌবাহিনীর সহযোগিতায় বিভিন্ন বাজারে অভিযান করা হয়। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চরফ্যাশন থেকে ঢাকাগামী ২টি যাত্রীবাহী পরিবহন ও ঢাকা থেকে চরফ্যাশনগামী ২ টি পরিবহন আটক এবং ঐসব পরিবহেনর প্রায় ১৩০ জন যাত্রী ও ৪ জন চালককেও আটক করা হয়। ভোলা জেলা নৌকন্টিজেন্ট কমান্ডার লে. নুর মোহাম্মদ তাবলিগ জামায়েতে আসা যাত্রীদের সরকারি নিষেধাজ্ঞা ও করোনা পরিস্থিতি সম্পর্কে সচেতনামূলক ব্রিফ করেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাসচালক জহির ওশাহে আলমকে ১০ হাজার টাকা করে, আকরব, আলমগীরকে ৫ হাজার টাকা করে, এবং বোরহানগঞ্জবাজারের ব্যবসায়ী মোতাহারকে ১ হাজার ও তানভিরকে ৫ শত টাকা জরিমানা করেন। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। অভিযানে আরও ছিলেন কন্টিনজেন্ট কমান্ডার লে. নুর মোহাম্মদ লে. ইমাম হোসেন।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.