ভোলার চরফ্যাসনে প্রশাসনের দৃষ্টি ফাঁকি দিয়ে চলছে কোচিং বাণিজ্য

ভোলার চরফ্যাসনে প্রশাসনের দৃষ্টি ফাঁকি দিয়ে চলছে কোচিং বাণিজ্য।

মাধ্যমিক পরিক্ষা চলাকালে একমাস সকল কোচিং বন্ধে বিধি নিষেধ অমান্য করে ভোলার চরফ্যাসনে কোচিং সেন্টারগুলো সন্ধ্যার পর থেকে আবারও চালু হয়েছে।

এবছরে পরিক্ষা চলাকালে কোচিং বন্ধে প্রশাসনের নিরব ভূমিকায় শঙ্কা দেখা দিয়েছে অভিভাবক মহলে। এসএসসি পরিক্ষা চলাকালীন সাময়িক সময়ের জন্য কয়েকদিন বন্ধ থাকার পরও পুনরায় কোচিং সেন্টারগুলো চালু হয়েছে।

ট্যালেন্ট কেয়ার, লার্নাস জোন প্রি ক্যাডেট স্কুল এন্ড কোচিং, পৌর ৪নং ওয়ার্ড গ্রীন ভিলা সংলগ্ন ল্যাবরেটরি স্কুল এন্ড কোচিং, কোচিং, বৃক্ষতলা আইডিয়াল কোচিং, মেমোরিয়াল স্কুল এন্ড কোচিং, গ্লোরিয়াসএকাডেমী, মাতৃছায়া বিদ্যা নিকেতনেও চলছে কোচিং।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন আমরা খোঁজ নিচ্ছি, পরিক্ষা চলাকালীন কোচিং সেন্টার চলবেনা।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.