যে কারনে লালমোহন উপজেলাধীন গজারিয়া ‘চর উমেদ’ ইউপি নির্বাচন হচ্ছে তৈরী হচ্ছে দীর্ঘসূত্রিতা

লালমোহন প্রতিনিধি, ভোলা বার্তা ।।
ভোলার লালমোহনের ৭ নং পশ্চিম চর উমেদ ইউনিয়ন বিভক্তির কারনে নির্বাচন হচ্ছে না। অনুসন্ধানে জানা  গেছে বিচ্ছিন্ন কয়েকটি মহল বিভিন্ন সময় নির্বাচন না হওয়ার জন্য বর্তমান চেয়ারম্যনকে দায়ী করে আসছে। সূত্রে জানা যায় , লালমোহন তজুমুদ্দিন সংসদ সদস্য মোঃ নুরনবী চৌধুরী ( শাওন ) ৭নং চরউমেদ ইউনিয়ন পরিষদকে বিভক্ত করার জন্য স্থানীয় মন্ত্রনালয় কর্তৃক গত ৬-৮-১৫ ইং জেলা প্রশাসক ভোলা বরাবর যার স্বারক নং স্থাবসি / ইস্প/ ইউ পি/ -৫৩ /০৮/ ৮০৮ প্রস্তাব প্রেরন করেন। যার প্রেক্ষিতে জেলা প্রশাসক ভোলা গত ৩১-০৮-১৫ ইং উপজেলা নির্বাহী কর্মকর্তা লালমোহনকে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন জন্য স্বারক নং
(৪৬.১০.০৯০০.০০৪.০২.০০৬.১৫.-৬৪৪) প্রেরন করেন। উক্ত স্মারকের আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিগত ২০/১০/২০১৫ ইং তারিখে যার স্মারক নং ০৫.১০.০০৯.৫৪.৪৬.০০২ .১৫-৬৩২ এর আলোকে ৭ নং পশ্চিম চর উমেদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে উক্ত ইউনিয়নটি বিভক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবু ইউছুফ ৭ নং পশ্চিম চর উমেদ ইউনিয়নকে ২টি ইউনিয়ন ও নাম করনসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর প্রেরন করেন । অথচ একটি মহল নির্বাচন না হওয়ার জন্য বর্তমান চেয়ারম্যনকে দায়ী করেন।
এদিকে জেলা নির্বাচন কমিশনের একটি সূত্রে জানা গেছে, লালমোহন উপজেলার ৫টি ইউনিয়ন ( বদরপুর, ধলিগর নগর, লর্ডহার্ডিন্স , কালমা ও ৭ নং পশ্চিম চর উমেদ) কে বিভক্ত করে আরো কয়েকটি ইউনিয়ন গঠিত হবে। তবে বিভক্ত কার্যক্রম শেষ হলে যথাসময় নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন অফিস।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.