ভারতের বিজ্ঞাপনে বাংলাদেশ-পাকিস্তানকে অপমান ।। এবার মওকা দিলো বাংলাদেশ কে

বিশ্বকাপের শুরু থেকেই ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টস ভক্তদের উত্তেজনা বৃদ্ধির জন্য নানা ধরনের বিজ্ঞাপন দিচ্ছে। এসব বিজ্ঞাপনের বেশিরভাগই দর্শক প্রত্যাখান করেছে।

 

পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বিজ্ঞাপন নিয়ে সমালোচনা চলেছে।

 

এরই ধারাবাহিকতায় ভারত-পাকিস্তান ম্যাচকে সামনে রেখে একটি বিতর্কিত স্লোগানের বিজ্ঞাপন রিলিজ করেছে তারা।

 

তবে সেখানে শুধু পাকিস্তানকে নয় বাংলাদেশকেও অপমান করা হয়েছে।

 

বিজ্ঞাপনে ভারতকে সরাসরি পাকিস্তানের পিতা হিসেবে বলা হয়েছে। আর বাংলাদেশকেও পরোক্ষভাবে ভারতের ছেলে বলা হয়েছে।

 

বিজ্ঞাপনের বাংলাদেশকে পাকিস্তানের ভাই হিসেবে দেখানো হয়।

 

সেখানে বাংলাদেশ পাকিস্তানকে বলছে, ভাই সপ্তমবারের মতো সুযোগ এসেছে। বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছো, শুভকামনা।

 

তখন পাকিস্তান বাংলাদেশকে বলছে, চেষ্টা করা উচিত। চেষ্টা করলে জয় এক না এক সময় আসবেই, এমনটা বাবা বলতো।

 

তখন পাশ থেকে ভারত বলে উঠে, চুপ পাগল; আমি এমন কথা কখন বলেছি?

 

প্রসঙ্গত ভারত পাকিস্তানের মধ্যকার বিশ্বকাপের খেলা হবে আগামী ১৬ জুন ম্যানচেস্টারে।

 

সেইবিজ্ঞাপন: https://twitter.com/StarSportsIndia/status/1137649283195445249

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.