ভোলার হাকিমউদ্দিন ঘাটে কর্ণপুলী লঞ্চের তান্ডব আহত ৫০ নিখোজ আনেকে

ভোলার বোরহান উদ্দিন থানার হাকিমুদ্দিন লঞ্চ ঘাটে কর্ণফুলী ১৩ নিয়ন্ত্রণ হারিয়ে পল্টনে ধাক্কা দেয়, এসময় পল্টনে থাকা অর্ধশতাধীক যাত্রী সহ সুপার ভাইজার নুরু হাওলাদার গুরুতর আহত হয়েছে। এবং তবে অনেক যাত্রী নদীতে পরে নিখোঁজ রয়েছে বলে জানা যায়। এ ঘটনায় আহতদের স্থানীয় বোরহানউদ্দিন ও ভোলা সদর হাসপাতালে চিকিৎসা জন্য নেওয়া হয়েছে।স্থানীয়রা জানায় ঘাটে একাধিক লঞ্চ থাকায় শুক্রবার সন্ধ্যায় ০৭.৩০ মিনিটে যাত্রী নেওয়ার দৌড় ঝাপে এগিয়ে থাকতে এম ভি কর্নফূলী ১৩ লঞ্চটি দ্রুত গতিতে হাকিমুদ্দিন টার্মিনালে এসে আঘাত করে। এ সময়ে টার্মিনালে দাড়িয়ে থাকা প্রায় শতাধিক যাত্রী এই দুর্ঘটনার শিকার হয়। এ সময় টার্মিনালে থাকা যাত্রীরা নদীতেও পারে নদীতে পরে যায় অনেক যাত্রী এবং গুরুতর আহতও হয়। স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে বোরহান উদ্দিন ও ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত আছেন। তবে অনেকে এখনো নিখোজ রয়েছে।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.