শেষ কর্ম দিবসে আবেগ ভালোবাসায় শিক্ত মাও:রুহুল আমিন

 

শাহাবুদ্দিন আহমেদ, ভোলা বার্তা :

আজ ৩১ মার্চ রবিবার শেষ কর্ম দিবসে সহ-কর্মী ও শিক্ষার্থীদের আবেগ ও ভালোবাসায় শিক্ত হলেন ভোলা জেলার দুলারহাট থানার ঐতিহ্যবাহী দুলারহাট মহিলা দাখিল মাদ্রাসার এবতেদায়ী প্রধান মাও:মো: রুহুল আমিন।আজ শেষ সস্বাক্ষরের মধ্যদিয়ে তার শিক্ষকতা জীবনের দীর্ঘ ৩৫ তম বছর পুর্ন হলো। বেলা ১:০০ ঘটিকায় অনুষ্ঠিত বিদায়ী  সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা সুপার আলহাজ্ব মাও: মো:আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে স্মৃতিচারন করতে গিয়ে মাও: রুহুল আমিন বলেন প্রতিষ্ঠা লগ্ন থেকে গত ৩৫ বছর এ প্রতিষ্ঠানই ছিল আমার একমাত্র ধ্যান জ্ঞান। মাদ্রাসার সার্বিক উন্নয়নে সব সময় সাবেক সুপার মাও: মো:নুরুল ইসলাম, মাও:অলিউল্লাহ,মৌ:আবুল কালামসহ  সকল শিক্ষক  নিজেদের নিয়যিত রেখেছি । যার ফল হিসাবে এ প্রত্যন্ত অঞ্চলে থেকেও আমরা ২০০২ সালে বরিশাল বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়ে ছিলাম।  ভবিষ্যতেও শিক্ষক, ছাত্রছাত্রীদের প্রয়োজনে পাশে থাকবো ইনশাআল্লাহ এবং মাদ্রাসার সুনাম অক্ষুণ্ণ থাকুক এ কামনা করি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক এ,কে,এম সফিউদ্দিন, মাও: ফারুক,মো: লোকমান হোসেন,এ,কে,এম গিয়াসউদ্দিন,মো:শাহাবুদ্দিন, মো:সাইফুল ইসলাম, আ:রশিদ,মো: নুরুল ইসলাম, মনোয়ারা বেগম কামরুন্নাহার ও সদ্য বিদায়ী মাও: মো: অলিউল্লাহ সহ সকল কর্মচারী ও ছাত্রীবৃন্দ। সকলের সুস্বাস্থ্য ও দির্ঘায়ূ কামনাকরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

One comment

  • মাওলানা রুহুল আমিন সাহেবের সুস্থতা এবং দীর্ঘ জীবন কামনা করছি মহান আল্লাহর নিকট। সেই সংগে উক্ত মহিলা মাদ্রাসার উন্নতি কামনা করছি।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.