ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষে চরফ্যাশন সামরাজ মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রীঃ আশরাফ আলী খান খসরু

শাহাবুদ্দিন আহমেদ, ভোলা বার্তা।।

“কোন জাল ফেলবো না জাটকা_ ইলিশ ধরবো না”  এ শ্লোগানকে  সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলার সামরাজ       জাতীয় জাটকা সংরক্ষন সপ্তাহ -২০১৯ পালিত হয়েছে।      জাতীয়  মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জনগণের সুলভপ্রাপ্তির লক্ষ্যে ১৬ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত দেশে এই সপ্তাহটি পালিত হবে।

দিনটি উপলক্ষে সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু  ও সাবেক পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বর্তমান সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি সরাসরি ঢাকা হতে চরফ্যাশন হ্যালিপ্যাড নেমে   শেখ রাসেল বিনোদন কেন্দ্র ও শিশুপার্ক, জ্যাকব টাওয়ার ও পরির্দশণ করেন। পরিদর্শনশেষে

সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান আজ শনিবার (১৬ মার্চ) ভোলা জেলার চরফ্যাশন উপজেলার সামরাজ মৎস্যঘাটে বেলা ১১টায় অনুষ্ঠিত হযেছে। উদ্বোধনের পর সেখানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য নৌ-র‌্যালি প্রদর্শিত হয়েছে।

 

উল্লেখ্য মৎস্য অধিদপ্তরের  সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে সংশ্লিষ্ট ৩৬টি জেলা-উপজেলায় সচেতনতামূলক ভিডিওচিত্র-প্রদর্শন, টিভি-রেডিও মোবাইলে প্রচারণা, শিক্ষা প্রতিষ্ঠানসহ ঢাকার বিভিন্ন স্থানে জাটকা সংরক্ষণ আইনের প্রচারের ব্যবস্থা করা হয়েছে। জাটকা সংরক্ষণের জন্য এর পাশাপাশি জালসহ জাটকা ক্রয়-বিক্রয়, বাজার জাতের বিরুদ্ধে ব্যাপক পুলিশি অভিযানসহ সংশ্লিষ্ট এলাকাতে ব্যাপক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে

 

সে সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব রইছউল আলম মন্ডল, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আবু সায়েদ রাশেদুল হক, অতিরিক্ত মহাপরিচালক সালেহ আহম্মদ, উপ-পরিচালক (প্রশাসন) রমজান আলী, পুলিশ সুপার মোক্তার হোসেন, জেলা প্রশাসক,  মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম, ভোলা সদর মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ প্রমুখ।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.