সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেনঃ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব

একাদশ জাতীয় সংসদের আরও দশটি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে। এরমধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন একই মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি হয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির এমপি রুস্তম আলী ফরাজী, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সাবেক হুইপ শহিদুজ্জামন সরকার, বেসরকারি বিমান পরিবহন ওপর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন র আ ম উবায়দুল মুকতাদির চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন একাব্বর হোসেন।

পানি সম্পাদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন একই মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন একই মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন একই মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ,দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন এ বি এম তাজুল ইসলাম, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন উপাধ্যক্ষ আবদুস শহীদ।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে আজ সংসদের বৈঠকে এসব কমিটি গঠনের প্রস্তাব কন্ঠভোটে গৃহীত হয়। এরআগে ৭৬ অনুচ্ছেদ অনুসারে সংসদ নেতার অনুমতি ক্রমে বিধি মোতাবেক চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এসব কমিটি গঠনের প্রস্তাব করেন। এ নিয়ে এ পর্যন্ত মোট ৩৩টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হল। দশম সংসদে মোট পঞ্চাশটি স্থায়ী কমিটি গঠিত হয়েছিল।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.