ভোলায় অসহায়দের মাঝে প্রশিক্ষিত যুব সংঘ (প্রযুস) এর শীতবস্ত্র বিতরণ।

আমরাও ভালোভাবে বাঁচতে চাই, আমরাও এই কনকনে শীতে শান্তিতে ঘুমাতে চাই এই শ্লোগানে সামানে রেখে ভোলার সুপরিচিত সামাজিক সংগঠন প্রশিক্ষিত যুব সংঘ (প্রযুস) এর পক্ষ থেকে হতদরিদ্র ও দুস্থ শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নবীপুর থেকে শুরু করে নাছির মাঝি বেড়িবাঁধা এলাকা,কোরার হাট,সুইচ গেট বেড়িবাঁধ এলাকা,পরীর হাটসহ ধনিয়া ইউনিয়নের উল্লেখযোগ্য স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন,প্রশিক্ষিত যুব সংঘ (প্রযুস) আহ্বায়ক হেলাল উদ্দিন মাষ্টার,সদস্য সচিব মোঃআরিয়ান আরিফ,প্রতিষ্ঠাতা মোঃ ইসমাইল হোসেন,অর্থ সম্পাদক রাকিবুল আলম ,সক্রিয় সদস্য রাকিবুলহাসান,কামরুল ইসলাম শুভ,সিনিয়ার সদস্য মোঃইউছুব সোহেল, মোঃ নূরনবী,মোঃ ফারুক, মোঃ রাকিব হোসেন,মোঃনয়ন,মোঃফারুক,মোঃখাইরুল মোঃ হোসেন,আনোয়ার হোসেন,মোঃতারেক প্রমূখ। শীত বস্ত্র বিতরণ শেষে সমাজের অন্যান্য সকল সামাজিক সংগঠন এবং বিত্তবানদের কে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত্ব আহবান জানানো হয়।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.