কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার পর আগামীকাল শুক্রবার প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রধানমন্ত্রীর ওই ভাষণ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ব্যবধানে জয়ী হওয়ার পর শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেন। গত ৭ জানুয়ারি নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। নতুন সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ জানুয়ারি শুরু হবে।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.