জনগণ আপনার জামানত বাজেয়াপ্ত করবে- মেজর হাফিজের উদ্দেশ্যে শাওন।।

ভোলা বার্তা, নিজস্ব প্রতিনিধি :

আগামী ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে লালমোহন ও তজুমদ্দিনের মানুষ মেজর হাফিজের জামানত বাজেয়াপ্ত করবে। এজন্য তাকে তৈরি থাকতে বলেছেন ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিন আসনের সাংসদ ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
শুক্রবার ২১ ডিসেম্বর লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন আলম বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন শাওন।
তিনি বলেন, এখানকার মানুষ শান্তিকামী। তারা কোন সন্ত্রাস ও ত্রাসের মদদদাতাকে জায়গা দেবেনা।
এসময় তিনি বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে পুনরায় নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.