তাবিথ আউয়াল কে নিয়ে ধানের শীষের প্রচারনায় পার্থ ব্যাপক সাড়া

বায়েজিদ খান,ভোলা বার্তা ।।

তাবিথ আউয়াল নিয়ে ঢাকা১৭ আসনের ভোটের মাঠে ধানের শীষের প্রার্থী ২০ দলীয় জোট নেতা বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। আজ বিকেল ৪ টায় গুলশান কাচাবাজার বনানী ডিসিসি মার্কেটসহ মহাখালীর বিভিন্ন মার্কেট গুলোতে ধানের শীষের লিপলেট বিতড়ন করেন। এছাড়া বারিধারা গুলশান বনানীর কাচাবাজার ও বিভিন্ন সড়ক গুলোতে লিফলেট বিতড়ন করেন।এর আগে গুলশান বনানী ক্যান্টনমেন্ট ভাসানটেকের মসজিদ গুলোতে জুমা নামাজ শেষে লিফলেট বিতড়নের মধ্যদিয়ে অনুষ্ঠানিক প্রচারনা শুরু করেন।
এসময় আন্দালিভ রহমানের সাথে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী বিএনপির কেন্দ্রিয় নেতা তাবিদ আওয়ালসহ ২০ দলীয়জোটের নেতাকর্মীরা। এসময় ঢাকার রাস্তায় তরুণ ভোটারসহ সাধারন ভোটারদের ব্যাপক সাড়া দেখা গেছে।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.