ভোলা-৩ আসনে বিএনপির নমিনেশন জমা দিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা এ কে এম রুহুল আমিন বাবলু

ভোলা বার্তা, বায়েজিদ খান ।।

ভোলা-৩ ( লালমোহন, তজুমদ্দিন) আসনে বিএনপির নমিনেশন ফরম জমা দিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা এ কে এম রুহুল আমিন বাবলু।
১৬ নভেম্বর শুক্রবার বেলা ৩ টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে নমিনেশন ফরম জমা দেন তিনি এসময় তার সাথে উপস্থিত ছিলেন লালমোহন ও তজুমদ্দিনের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ সহ সাধারন মানুষ।
এ সময় দলীয় নমিনেশন পাওয়ার ব্যাপারে ছাত্রদলের সাবেক সহ সাধারন সম্পাদক এ কে এম রুহুল আমিন বাবলু ভোলা বার্তাকে বলেন আমি দলীয় নমিনেশন পাওয়ার ব্যাপারে শত ভাগ আশাবাদ ব্যক্ত করে বলেন , আমি দীর্ঘদিন যাবৎ লালমোহন ও তজুমদ্দিনে বিএনপির পক্ষ থেকে জনগনের জন্য কাজ করে যাচ্ছি
। দলের জন্য পূর্বে কাজ করেছি, এবং ভবিষ্যতে ও করবো। আশা করি দলের শীর্ষ নের্তৃবৃন্দ আমার সার্বিক দিক বিবেচনা করে আমাকে মনোনয়ন প্রদান করবেন।

লালমোহন ও তজুমদ্দিনবাসীর উদ্দেশ্যে এ কে এম রুহুল আমিন বাবলু বলেন, দলীয় মনোনয়ন পেলে লালমোহন ও তজুমদ্দিনে নদী ভাঙন, শিক্ষা ব্যবস্থার উন্নতিকরণ, যাবতীয় উন্নয়নমূলক কর্মকান্ডসহ এলাকার যুব সমাজকে মাদকমুক্ত রাখতে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.