সালমান খান সম্পর্কে যা বললেন তনুশ্রী

ভোলা বার্তা, 

তবে কী বিগ বস শোয়ে স্থান পেতেই এসব রটিয়েছিলেন তনুশ্রী দত্ত?

সম্প্রতি তনুশ্রীকে নানা পাটেকারের যৌন হয়রানি বিতর্কে মহারাষ্ট্র নবনির্মাণ পার্টির প্রেসিডেন্ট সুমান্ত দাশ হুমকি দিয়েছেন, তনুশ্রী যদি সালমান খানের শোয়ে হাজির হন, তবে বিগ বসের সেটে গিয়ে ভাঙচুর করা হবে।

বিগ বসের লোনাভলার সেটে গিয়ে কর্তৃপক্ষকে হুমকি দেয়া হয়েছে বলে জানা গেছে।

তার এ হুমকির প্রতি উত্তরে এসব বললেন বলিউড অভিনেত্রী তনুশ্রী।

রিপাবলিক টিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব মন্তব্যকারীর উদ্দেশে বাঙালি অভিনেত্রী তনুশ্রী বলেন, বিগ বসের ঘরে যেতে তিনি এসব বলেছেন, এটি ভাবা একদম ভুল।

বরং এ অভিযোগ তুলে তাকে ছোট করা হয়েছে বলে জানান তনুশ্রী।

তিনি আরও বলেন, আপনারা বিগ বসের ঘরকে স্বর্গ আর সালমান খানকে ঈশ্বর ভাবতে পারেন, কিন্তু আমি সেটি ভাবি না।

বিগ বস নিয়ে তার কোনো আগ্রহ নেই বলে জানিয়ে তনুশ্রী বলেন, বিগ বস আমাকে কোটিবার ডেকেছে, কিন্তু আমিই তাদের বারবার না বলেছি।

সালমান খান সম্পর্কে আচমকা এমন মন্তব্য কেন করলেন তিনি, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তনুশ্রী।

তবে তনুশ্রী-নানা পাটেকার বিতর্ককে সালমান খানের এড়িয়ে যাওয়াকেই মূল কারণ হিসেবে দেখছেন বিটাউনের কেউ কেউ।

সম্প্রতি এ বিষয়ে সালমন খানকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, তনুশ্রী দত্ত এবং নানা পাটেকারকে নিয়ে কেন বিতর্ক হচ্ছে, সে বিষয়ে কিছু জানা নেই তার।

বিষয়টি আইনি ও তদন্তের ব্যাপার বলে এ নিয়ে কিছু বলতে চাননি সালমান খান।

বলিউড ভাইজান সালমান খান সম্পর্কে এই ধরনের মন্তব্যে ইতিমধ্যে বিটাউনে আবার তনুশ্রীকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.