জুমার নামাজরত অবস্থায় হার্ট অ্যাটাকে শাবি শিক্ষকের মৃত্যু

 ভোলা বার্তা, বায়েজিদ খান

জুমার নামাজরত অবস্থায় হার্ট অ্যাটাক হয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তার নাম মো. খায়রুল্লাহ। তিনি শাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক।

বিভাগীয় সূত্র জানায়, সহযোগী অধ্যাপক খায়রুল্লাহ দীর্ঘদিন কানাডাতে উচ্চতর পড়াশোনা শেষে এ বছরের এপ্রিলে এ বিভাগে যোগ দেন।

তার গ্রামের বাড়ি কুমিল্লা। তিনি বিশ্ববিদ্যালয়টির ১৯৯৮-৯৯ ব্যাচের শিক্ষার্থীও ছিলেন। বর্তমানে শিক্ষকদের আবাসিক ডরমিটরিতে থাকতেন। তার স্ত্রী ফারহানা শাহরিয়ার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞানের প্রভাষক।

বেশ কয়েক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন বলে তার সহকর্মীরা জানান। তার আকস্মিক মৃত্যুতে বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.